বাংলাধারা প্রতিবেদন »
সাড়ে ৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে ফের জেলগেট থেকে গ্রেফতার হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন গাজী সিরাজ। কারাগার থেকে বের হওয়ার পরপরই কারাফটকেই তাকে ফের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আরও দুটি মামলায় তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হচ্ছে। ছাত্রদলের এ নেতা শতাধিক মামলার আসামি। এর মধ্যে ৩৭টি মামলায় জামিন পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, এসব মামলায় গত ৯ জুলাই তাকে নগরের চকবাজার থেকে গ্রেফতার করা হয়েছিল। সাড়ে তিন মাস কারাগারে থেকে সোমবার মুক্তি পেয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজী সিরাজ নাশকতার মামলায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।
বাংলাধারা/এফএস/এএ













