২৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসের কারণে ১৪ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

রোববার (৫ এপ্রিল) চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডেরর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ছে চট্টগ্রামের পুঁজিবাজার বন্ধের মেয়াদ।

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে৷ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ১৪ এপ্রিল পর্যন্ত স্টক এক্সচেঞ্জের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

এর আগে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দ্বিতীয় মেয়াদে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এবার তৃতীয় মেয়াদে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন