বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে এয়ার কন্ডিশনার (এসি) উপহার দিয়েছেন নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে ৪টি ৫টন ক্যাপাসিটির এসি হস্তান্তর করা হয়।
আবদুস সবুর লিটন বলেন, এই করোনা মহামারীতে ডাক্তার, রোগী এবং সর্বোপরি চট্টগ্রামবাসীর পাশে থাকার চেষ্টা। এই করোনা ভাইরাস মহামারির মধ্যে যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, করোনা আক্রান্ত হওয়ার ভয় ভুলে চট্টগ্রাম শহরের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের পাশে দাঁড়াতে এটি আমার ক্ষুদ্র চেষ্টা।
সাবেক এই কাউন্সিল বলেন, প্রত্যেক মানুষের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব এই যোদ্ধাদের পাশে এসে দাঁড়াতে হবে। তারা এই যুদ্ধে টিকে থাকতে পারলে আমরা মুক্ত হবো করোনা মহামারি থেকে।
উল্লেখ্য, আব্দুস সবুর লিটন করোনা ভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটিতে উপার্জন বন্ধ হওয়ায় কষ্টে থাকা দিনমজুর, শ্রমিকসহ অসহায় মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। প্রতিদিন রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজেই অসহায় মানুষের বাসার দরজার সামনে খাদ্য সামগ্রীর প্যাকেট রেখে আসছেন এই মানবতার সেবক।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













