২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দরের এনসিটি ছয় মাস দেশীয় ব্যবস্থাপনায় চলবে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার বিষয়ে অর্থ ও নৌপরিবহন উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্ত এসেছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার আগে এনসিটি ছয় মাসের জন্য দেশীয় ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পরে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও বিষয়টি নিশ্চিত করেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই ঠিক করবে কে এটি পরিচালনা করবে। তবে এ জন্য দরপত্র আহ্বান করা হবে না। সরাসরি ক্রয়পদ্ধতির মাধ্যমে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে। আগামীকাল (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড় কনটেইনার হ্যান্ডলিং টার্মিনাল এনসিটি টানা প্রায় ১৭ বছর ধরে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ জুলাই।

এনসিটির পাঁচটি জেটিতে একসঙ্গে চারটি সমুদ্রগামী এবং একটি অভ্যন্তরীণ নৌযান নোঙর করতে পারে। এখানে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তরসহ কনটেইনার ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

উল্লেখ্য, টার্মিনালটির ভবিষ্যৎ পরিচালনা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এখন ছয় মাসের জন্য অন্তর্বর্তী সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পরিস্থিতি সাময়িকভাবে নিরসনের পথে যাচ্ছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন