২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার সিগারেট জব্দ, ৭ কোটির রাজস্ব ফাঁকির চেষ্টা

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারে আসা ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট  জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। যার শুল্কায়নযোগ্য মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।  চীন থেকে ‘টেক্সটাইল ডায় (রঞ্জক) স্টাফ’ ঘোষণায় সাভারের ঢাকা ইপিজেডের জোং শিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব সিগারেট আমদানি করে। যাতে রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকা।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) শাখা পণ্য চালানটি আটক করে।

কাস্টমস সূত্রে জানা যায়, এআইআর শাখা ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় রফতানিকারক, উৎপাদনকারী দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের প্রকৃতি বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করে। এরপর আজ কনটেইনারটি ফোর্স কিপডাউন করে শতভাগ কায়িক পরীক্ষা করে। এ সময় মন্ড (ন্যানো), মন্ড (সুপার স্লিম) ও ক্যাভালো পিওর ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বলেন, ‘চীন থেকে ‘টেক্সটাইল ডায় (রঞ্জক) স্টাফ’ ঘোষণায় সাভারের ঢাকা ইপিজেডের জোং শিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে আসা কনটেইনারে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টম হাউসের এআইআর শাখার প্রচেষ্টায় ৭ কোটি ১৩ লাখ টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব হয়েছে।’

আমদানিকারকের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাংলাধারা/আরএইচআর/এসএআর

আরও পড়ুন