বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত সব ধরণের পণ্য দ্রুত খালাসের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলাম সাক্ষরিত বিবৃতিতে চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত সব ধরণের পণ্য সামগ্রীকে অবতরণের পর আগামী ৩০ দিনের ভেতর এবং চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণকৃত সব ধরণরে পণ্য সামগ্রীকে অবতরণের ২১ দিনের মধ্যে খালাসের নির্দেশ দেওয়া হয়।
সেখানে অরো উল্লেখ করা হয়, যদি নির্দেশনা মানা না হয় তাহলে ‘দ্যা কাস্টমস অ্যাক্ট ১৯৬৯’ সেকশন ৮২ এর সাব সেকশনস ১ বিধান অনুযায়ী অতিরিক্ত সময় সীমার মধ্যে শুল্ক কর পরিশোধ করে খালাস নিতে হবে। যদি সেটি করা না হয় তাহলে থেকে যাওয়া পণ্যগুলো নিলাম বা আইনানুগ উপায়ে নিষ্পত্তি করা হবে।
চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে বলা হয়, চট্টগ্রাম কাস্টমস হাউজ একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৈধ করদাতাদের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধপরিকর। বিদ্যমান আইন ও বিধি মোতাবেক যথাযথ পরিমাণ রাজস্ব আদায় ও দ্রুত পণ্যচালান খালাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করা হয়।
বাংলাধারা/এফএস/এআই













