২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে তা‌কে নৌ-মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজকে নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

অন‌্যদি‌কে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিন নিয়োগ দি‌য়ে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নৌ-বাহিনীর কর্মকর্তা কমোডর হুমায়ন কল্লোলকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হি‌সে‌বে নি‌য়োগ দেওয়া হ‌য়। তার চাকরি নৌ-মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন