২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভিয়েতনাম থেকে আমদানি করা চাল

ভিয়েতনাম থেকে আমদানি করা সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

শনিবার (১৯ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি ভিয়েতনামের সঙ্গে সরকারের জিটুজি (রাষ্ট্র থেকে রাষ্ট্র) চুক্তির আওতায় এ চাল আমদানি করা হয়েছে। চুক্তি অনুযায়ী মোট এক লাখ টন আতপ চাল আমদানির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ৭২ হাজার ৭০০ টন চাল দেশে এসে পৌঁছেছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন