২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দরে বেড়েছে পণ্য ডেলিভারি

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম বন্দরে গত ৪৮ ঘণ্টায় ডেলিভারি হয়েছে ৮ হাজার ৬৮২ টিইইউ’স (২০ ফুট দীর্ঘ কনটেইনার)। ডেলিভারি বাড়ায় বন্দর এলাকায় কনটেইনারবাহী প্রাইম মুভার, ট্রেইলার, কাভার্ডভ্যান, ট্রাক চলাচলও বেড়েছে।

বন্দর ব্যবহারকারীরা জানান, প্রায় সব ধরনের আমদানিপণ্য স্ক্যানিং করে ১৯টি বেসরকারি কনটেইনার ডিপোতে (অফডক) নেওয়ার সুযোগ করে দেওয়ায় বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বেড়েছে। প্রতিদিন ১ হাজারের বেশি কনটেইনার অফডকে যাচ্ছে। রমজানের অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য ছোলা, রসুন, আদা, ফল ইত্যাদির চাহিদা বেড়ে যাওয়ায় এ ধরনের পণ্যভর্তি কনটেইনার ডেলিভারি বেশি হচ্ছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আমদানি পণ্যভর্তি ২ হাজার ৫৭০ বক্সে ৩ হাজার ৯৩৫ টিইইউ’স কনটেইনার জাহাজ থেকে জেটি বা টার্মিনালে নামানো হয়েছে। রফতানি পণ্যভর্তি ও খালি কনটেইনার মিলে জাহাজে তোলা হয়েছে ২ হাজার ৯৩৯ কনটেইনার।

বন্দরের জিসিবি, এনসিটি, সিসিটিতে মোট ১২টি কনটেইনার জাহাজে হ্যান্ডলিং হচ্ছে। এর বাইরে বহির্নোঙরে অপেক্ষমাণ আছে আরও ২৮টি কনটেইনার জাহাজ। 

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডের নানা উদ্যোগ এবং বন্দর কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনায় কনটেইনার ডেলিভারি ক্রমে বাড়ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কনটেইনার ডেলিভারি নিলে আমদানিকারকরা শতভাগ স্টোর রেন্ট ছাড় পাবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন