২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন প্রধান প্রকৌশলী শামছুল আলম

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামছুল আলম।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

শামছুল আলম ১৯৬৩ সালের ৩মে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি (যন্ত্র কৌশল) এবং ২০০৩ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৮৬ সালে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম (দক্ষিণ ও পূর্বের) দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চীন, ভারত, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, সুইডেন, জার্মানী, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালী এবং অস্ট্রিয়া ইত্যাদি দেশ ভ্রমন করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন