৬ নভেম্বর ২০২৫

২৫ তম জাতীয় ক্রিকেট লীগ

চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের `চিফ দ্যা মিশন’ জামিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিতব্য ২৫ তম জাতীয় ক্রিকেট লীগের চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের ‘চিফ দ্যা মিশন’ মনোনীত হয়েছেন ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য গাওহার সিরাজ জামিল।

আইসিসি স্বীকৃত ১ম শ্রেণীর এ ক্রিকেট লীগের ২৫তম আসর শুরু হবে আগামী ১০ অক্টোবর। যার ২৪ তম আসর ইতোমধ্যেই সফলভাবে আয়োজিত হয়েছে। প্রতি বছরই এ ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় দলের চিফ দ্যা মিশন মনোনয়ন করা হয়।

গাওহার জামিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৩বারের মনোনীত সিআইপি। তিনি ফোর এইচ গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএ’র ফরেইন মিশন সেল এর চেয়ারম্যান, সিরাজ ফোর এইচ ক্রিকেট একাডেমী’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সদ্য গঠিত চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য, চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন লিগ চ্যাম্পিয়ন আবাহনী ক্লাবের ক্রিকেট কমিটি’র চেয়ারম্যান।

জামিল চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের চিফ দ্যা মিশন মনোনীত হওয়ায় সাধুবাদ জানিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরসহ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকবৃন্দ।

আরও পড়ুন