চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৬ দিনব্যাপী বিসিবি অনূর্ধ্ব-১৮ সিলেকশন ক্যাম্প–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মোট ৫৫ জন ক্রিকেটার অংশগ্রহণ করেন।
বুধবার ক্যাম্পের সমাপনী দিনে পরিদর্শনে আসেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সিহাবউদ্দীন এবং সদস্য শাহনেওয়াজ রিটন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালিত এই সিলেকশন ক্যাম্পে সিলেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় ক্রিকেটার ইলিয়াস সানি। তার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ মোহাম্মদ নাজিম উদ্দিন, হাবিব মোবাল্লেক জেমস এবং মাহবুবুল করিম মিঠু।
ক্যাম্প পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিষ্ঠার সঙ্গে সাধনা করলে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।” তিনি ক্ষুদে ক্রিকেটারদের আগামীর তারকা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে চট্টগ্রাম বিভাগের সম্মান বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিলেকশন ক্যাম্পে অংশ নেওয়া ৫৫ ক্রিকেটারের মধ্য থেকে বাছাই করা ২০ জনকে নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী স্কিল ক্যাম্প। এই স্কিল ক্যাম্প থেকেই চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ জন ক্রিকেটার নিয়ে গঠন করা হবে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল।













