১৬ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম বিভাগের জন্য আরও ৩৫০টি পিপিই আসছে

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম বিভাগের জন্য আরও ৩৫০টি ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পিপিই আসছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রাম নগর ও উপজেলায় ৯০০ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো হয় মেডিক্যাল সরঞ্জাম। এতে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার পিপিই ও ১ হাজার থার্মোমিটার রয়েছে। কুনমিং থেকে আসা চীনের একটি কার্গো উড়োজাহাজে করে এসব সরঞ্জাম আনা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ