বাংলাধারা ডেস্ক
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
এখন থেকে চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পালন করবেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার (৩০ মার্চ) সকালে তার সরকারি বাসভবন থেকে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
এর মধ্যে সিলেট বিভাগে আহমদ হোসেন, খুলনায় বি. এম মোজাম্মেল হক, রাজশাহী বিভাগে এস. এম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম ও রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পেয়েছেন।
নতুন বই- ইলন মাস্ককে নিয়ে বাংলা ভাষায় প্রথম মৌলিক বই ‘ভবিষ্যত পৃথিবীর অনন্য রূপকার: ইলন মাস্ক’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন থেকে সারাদেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের যেকোনো কার্যক্রম বাইরে করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঘরোয়াভাবে সব কার্যক্রম পালন করতে হবে।’
বাংলাধারা/এফএস/এআই













