চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বিমানবন্দর এনএসআই, এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্সের দুটি পৃথক অভিযানে সালাম এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
আটক দুই যাত্রী হলেন—চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ আবু নাসের এবং চান্দগাঁওয়ের মিন্টু দেবনাথ। তারা আলাদাভাবে অবতরণ করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় চ্যালেঞ্জের মুখে পড়েন। পরে তাদের লাগেজে পাওয়া যায় ১৬০ কার্টন বিদেশি সিগারেট, ১০টি উচ্চমূল্যের মোবাইল ফোন (৮টি গুগল পিক্সেল ৭, ২টি পিক্সেল ৬) এবং ১৪০টি নিষিদ্ধ বিউটি ক্রিম।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী এবং এনএসআই’র সহকারী পরিচালক রেজাউল করিম।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেটের মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা, মোবাইল ফোনের মূল্য ৫ লাখ এবং বিউটি ক্রিমের বাজারমূল্য ৪২ হাজার টাকা। অতিরিক্ত ব্যাগেজ সুবিধা ও শুল্ক ফাঁকির অভিযোগে এসব পণ্য ডিপার্টমেন্টাল মুদ্রায় (ডিএম মূলে) আটক করা হয়েছে।
এআরই/বাংলাধারা