চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানবপাচারের অভিযোগে তালিকাভুক্ত শীর্ষ আসামি ইফতেখারুল আলম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে দুবাইগামী বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ ফ্লাইটে ওঠার আগে তাকে ইমিগ্রেশন ডেস্কে আটক করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) জানিয়েছে, রনি দীর্ঘদিন ধরে মানবপাচারে জড়িত ছিলেন এবং কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফেনী জেলার বাসিন্দা রনি নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে মানবপাচারের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।
পরে রাতেই আটক রনিকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।













