বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে সিগারেট,নিষিদ্ধ ট্যাবলেট ও প্রসাধনী সামগ্রী আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।
কাস্টম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টা ২০ মিনিটে শারজাহ থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ একটি ফ্লাইটে কয়েকজন যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট ও প্রসাধনী সামগ্রী আটক করা হয়।
আটককৃত ব্যাগ গুলোর মধ্য থেকে ৭৭ মিনি কার্টন ডানহিল ব্র্যান্ডের সিগারেট,২০ মিনি কার্টন ইসি ব্র্যান্ডের সিগারেট এবং ৪০ মিনি কার্টন মোন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

এছাড়া আরো জব্দ করা হয় ৩৮ পিস প্রসোমিল স্প্রে, এভোকিন ক্রিম ৮৩ পিস এবং ১৬৭ পিস রোয়াটিনক্স ট্যাবলেট
আটককৃত পণ্যসমূহ আমদানি নীতি আদেশ অনুযায়ী আমদানি নিষিদ্ধ,নিয়ন্ত্রিত,শর্তযুক্ত হওয়ায় শুল্ক আইন ১৯৬৯ মোতাবেক ডিএম করা হয়েছে।
এই বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী বলেন,আটককৃত পণ্য গুলো বাজেয়াপ্তকরণসহ আইন অনুযায়ী অন্যান্য কার্যক্রম গুলো চলমান রয়েছে।













