২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে পাস করেছেন ১৭ হাজার ৯৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী। সোমবার (২৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আইডিতে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

পাসের হার ৩৬ দশমিক ৬১ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫০ নম্বর।

এর আগে, গত ২২ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চবির ‘ডি’ ইউনিটে ৯৫৮টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬০ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন