চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠের পাশ থেকে বিশাল আকৃতির একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে সাপ সংরক্ষণ ও সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস’।
শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে শোভা কলোনির একটি বাড়ির সামনে থেকে সাপটি উদ্ধার করা হয়। সংগঠনটির সদস্যরা জানান, সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৯ কেজি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বড় আকৃতির সাপটি বাড়ির সামনে দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন।
সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বার্মিজ প্রজাতির অজগরটি উদ্ধার করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জঙ্গলে অবমুক্ত করেন। তারা জানান, এটি অবিষধর সাপ এবং লোকালয়ে না এসে প্রাকৃতিক পরিবেশেই থাকতে পারলে এটি মানুষের জন্য বিপজ্জনক নয়।
সংগঠনটি সাধারণ মানুষকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানায়, যেন সাপগুলোর সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়।
এআরই/বাংলাধারা