২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন ও শোক কর্মসূচি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে কালো ব্যাজ ধারণ করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মহামুনি চাকমা এবং প্রধান বক্তৃতা দেন মাস্টার্সের শিক্ষার্থী সুদর্শন চাকমা। তিনি বলেন, “এই দুর্ঘটনা রাষ্ট্রীয় অব্যবস্থাপনার একটি ভয়াবহ নিদর্শন। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা।”

সুদর্শন চাকমা আরও বলেন, “আমরা দাবি জানাই সুষ্ঠু তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের জন্য দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের।” তিনি অভিযোগ করেন, “দুর্ঘটনার প্রকৃত তথ্য গোপন করতে এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন রোধ করতে সেনাবাহিনী মাইলস্টোন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদের ওপর নিপীড়ন চালিয়েছে। এছাড়া সচিবালয়ে ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “পাহাড়ে যৌথবাহিনী অপারেশনের নামে দমননীতি চলছে এবং পরিকল্পিতভাবে বম জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্নের চেষ্টা করা হচ্ছে। সমতলের শ্রমিকদেরও গুলি করে দমন করা হচ্ছে। এই দমন-পীড়নের ধারাবাহিকতা পাহাড় ও সমতল উভয় অঞ্চলের জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে এই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর।”

কর্মসূচিতে গণতান্ত্রিক ছাত্র জোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শোকসভার মাধ্যমে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই শোক কর্মসূচি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে আয়োজিত হয়।

আরও পড়ুন