২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’ নামে নতুন সংগঠনের যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’ নামে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে। নিজেদের ‘অরাজনৈতিক’ সংগঠন হিসেবে পরিচয় দিয়ে তারা জানিয়েছে, ছাত্রস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখাই তাদের প্রধান উদ্দেশ্য।

রোববার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ সময় একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যার মেয়াদ হবে ছয় মাস।

১৪ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাহসান হাবিব এবং সদস্য সচিব হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তানিম মুশফিক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জোবায়ের হোসেন সোহাগ (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), নুরুন্নবী সোহান (যুগ্ম আহ্বায়ক, দপ্তর), এস. এইচ. সোহেল (যুগ্ম সদস্য সচিব) এবং মশিউর রহমান সোহাগ (মুখ্য সংগঠক)।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবি ও অধিকার নিয়ে কার্যকর কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকায় তারা এই সংগঠন গঠনের উদ্যোগ নিয়েছেন। তারা বলেন, “বিপ্লবী ছাত্র ঐক্য ক্যাম্পাসে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।”

সংবাদ সম্মেলনে সংগঠনটি তাদের প্রস্তাবিত পাঁচ দফা কর্মসূচিও ঘোষণা করে। এতে রয়েছে:

১. বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি
২. সেমিনার ও পাঠচক্র আয়োজন
৩. যৌক্তিক দাবির পক্ষে কার্যক্রম গ্রহণ
৪. পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম
৫. শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন

আরও পড়ুন