২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট বাজার থেকে রেলগেইট পর্যন্ত সড়কের উভয় পাশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ২ নম্বর গেইট এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক অবস্থায় থাকায় জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এই সময়ে উল্লিখিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রিত হওয়া, সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য বা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।

আরও পড়ুন