চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম শিফটে ২৭ হাজার ৫৩ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়। ‘এ’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন ভর্তিচ্ছু।
বগুড়া থেকে আগত পরীক্ষার্থী রুবিনা খাতুন বলেন, পরীক্ষার হলের পরিবেশের পাশাপাশি প্রশ্নের মান স্ট্যানডার্ড ছিল। কিন্তু দূর থেকে আসার কারণে কিছুটা ভোগান্তির শিকার হয়েছি।
তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বিভাগীয় শহরগুলোতে হলে শিক্ষার্থীরা কম ভোগান্তির শিকার হবেন।
মো. ময়নুল ইসলাম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর বাবা জানান, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তিনি সন্তুষ্ট। নিরাপত্তা ব্যবস্থা এবং যাতায়াতের জন্য শাটল ট্রেন সুবিধার ফলে তারা ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরেছেন।
এদিকে সকাল বেলা ১১ টায় প্রথম শিফটের পরীক্ষা চলাকালে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, যেকোনো ধরনের জালিয়াতি রোধে আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো প্রকার জালিয়াতির সুযোগ নেই। কেউ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সার্বিকভাবে প্রস্তুত। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্ন ফাঁস বা জালিয়াতির কোনো রেকর্ড নেই। আমরা এবারও প্রশ্ন ফাঁস ঠেকাতে যা যা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি নিয়েছি।
তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত প্রতিটি জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ভর্তিচ্ছুরা কোনো রকম সমস্যায় না পড়েন।
দুপুর সোয়া দুইটায় শুরু হয়েছে শিফটের পরীক্ষা। যা শেষ হবে বিকেল ৪ টায়।
বাংলাধারা /এসএস













