১ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শনে সিনিয়র সচিব হুমায়ুন কবীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৭ মে) বিকেলে পরিদর্শন সিনিয়র সচিব বেতারের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সিনিয়র সচিব বেতার অনুষ্ঠানের মানোন্নয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। এছাড়া তিনি ভবিষ্যতে এফ.এম.-এর মাধ্যমে বেতার অনুষ্ঠান ব্যাপকভাবে প্রচারের বিষয়ে আলোকপাত করেন।

মো. হুমায়ুন কবীর খোন্দকার কেন্দ্রের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময়ে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, উপসচিব মোহাম্মদ গোলাম আজম এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নুর আনোয়ার হোসেন রনজু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন