২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো যাত্রী

রাঙামাটি প্রতিনিধি »

শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একমাত্র যাত্রী পরিবহন সংস্থা পাহাড়িকা পরিবহনের সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে কোনো প্রকার সংবাদ বিজ্ঞপ্তি না দিয়ে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ রাখায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম-বান্দরবান-রাঙামাটি সড়কের মোটর চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম জানিয়েছেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা চলার কারণে শনিবার সকাল থেকে পাহাড়িকা বাস চলাচল বন্ধ রয়েছে। বিকাল থেকে আবার চলাচল শুরু হবে।

কোনো প্রকার বিজ্ঞপ্তি না দিয়ে জনগুরুত্বপূর্ণ যাত্রী পরিবহন বাস সার্ভিস বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়ে পত্র দিয়েছি। কিন্তু গণমাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিইনি। এটা আমাদের ভুল হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল না হয় সেদিকে আমরা খেয়াল রাখব।

আরও পড়ুন