বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হওয়ার পর চট্টগ্রামের আওয়ামী রাজনীতির চার নীতিনির্ধারকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আবদুস সুবর লিটন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) নগরীর সার্সন রোডস্থ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন। এসময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত মেয়রকে।

এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

একই সাথে নগরীর পল্টন রোডের বাসায় গিয়ে সাক্ষাত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সাথে। এসময় নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটনকে নানা পরামর্শ দেন।














