২৪ অক্টোবর ২০২৫

কাজী আবুল মুনসুর সভাপতি, গোলাম মাওলা মুরাদ সাধারণ সম্পাদক

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর ১৫ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী আবুল মনসুর (উপসম্পাদক – প্রতিদিনের সংবাদ) সভাপতি এবং গোলাম মাওলা মুরাদ (ব্যুরো প্রধান – বৈশাখী টিভি) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ মে) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আলীউর রহমান (নির্বাহী সম্পাদক – পূর্ববার্তা) এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মুকুল (ব্যুরো প্রধান – দৈনিক দিনকাল)। যুগ্ম সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী (সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার – মানবকণ্ঠ), অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী (সিনিয়র রিপোর্টার – দৈনিক পূর্বদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ (স্টাফ রিপোর্টার – এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ (বিশেষ প্রতিনিধি – সিএইচডি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ (বার্তা সম্পাদক – চাটগাঁ নিউজ), দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ (ডেপুটি ব্যুরো প্রধান – আজকালের খবর), এবং আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. গিয়াস উদ্দিন (স্টাফ রিপোর্টার – বাংলা টিভি)।

নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামরুল হুদা (সম্পাদক – নিউজ গার্ডেন), সজল কান্তি চৌধুরী (বিশেষ প্রতিনিধি – কমার্শিয়াল টাইমস), মোহন মিন্টু (সম্পাদক – খাস খবর নিউজ) ও মুজাহিদুল ইসলাম (নির্বাহী সম্পাদক – দৈনিক সমর)।

সভায় সভাপতি কাজী আবুল মনসুর বলেন, সিআরএফ পেশাদার সাংবাদিকদের একটি প্রাণের সংগঠন। যারা শুরুতে এই সংগঠনের স্বপ্ন দেখেছিলেন এবং যারা ভবিষ্যতের পথচলায় যুক্ত, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

তিনি আরও জানান, আগামী তিন বছরের মেয়াদে নতুন কমিটি সাংবাদিকদের জীবনমান উন্নয়নে হাউজিং প্রকল্প, পেশাগত প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।

সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সদস্য এস এম পিন্টু।

সাধারণ সভা শেষে নবগঠিত কমিটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ফুল দিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন