২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৩,৯০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বটতলী রেলস্টেশন এলাকা থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম মোল্লা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (১১ মে) কোতোয়ালি থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার জানান, অভিযানে আব্দুস সালামের দেহ তল্লাশি করে তার বুকে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সালাম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার কামরাঙ্গিরচর, বগুড়া, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন