বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচন স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আগামী ৩১ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এসএম জিললুর রহমান এ আদেশ দেন।
এর আগে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভোটার তালিকা থেকে বাদ পড়ায় আদালতে আবেদন করেন সাংবাদিক মো. হাসান ফেরদৌস।
বাদীর আইনজীবী আশিস দত্ত বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে গত ১১ জানুয়ারি ঘোষিত তফসিল ও ৩১ জানুয়ারির নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করা জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে স্থগিত করার আদেশ দিয়েছেন।













