বাংলাধারা প্রতিবেদন»
মঙ্গলবার (১৭ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ১০৯.৭০ কোটি টাকা। মোট ৩১,১০৬টি লেনদেনের মাধ্যমে মোট ৫.৬৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৮.২২ পয়েন্ট বেড়ে ১৯,৭৮৬.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৫০ সূচক ৮.৪৪ পয়েন্ট বেড়ে ১৪৩৩.৬৬তে দাঁড়িয়েছে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫০.১২তে।
গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৪,৩০৫.৮৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৪,৭৮৫.৩২ কোটি টাকায়।
সিএসই’তে ৩৫২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩২৪টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।
বাংলাধারা/এফএস/এফএস













