২৩ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াত জয়ী হলে শিক্ষা-পর্যটনে উন্নতি করা হবে মাহমুদুল হাসান চৌধুরী

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, যদি সম্প্রীতির বাংলাদেশ চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, যদি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান, তাহলে আগামী ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সংসদে পাঠান। যদি এই আসনে দাঁড়িপাল্লা ক্ষমতায় আসে, তাহলে এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং বঙ্গোপসাগরের উপকূলকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আনোয়ারার পর্যটন খাতকে এগিয়ে নেওয়া হবে। যা বাস্তবায়ন হলে এখানকার মানুষদের আর কক্সবাজার যেতে হবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলার (কর্ণফুলী টানেল) চত্বরে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ আপনারা বিভাজনের রাজনীতি করবেন না। মানুষকে হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করবেন না। যদি এমনটি করেন, তাহলে আওয়ামী লীগের চাপটার ক্লোজ করে যেভাবে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেভাবেই আপনাদেরও এ দেশের জনগণ ছাড় দেবে না।

নেজাম ইসলাম বাংলাদেশের আনোয়ারা উপজেলা আমীর মাওলানা জিয়াউল হুসেইন জিয়ার সভাপতিত্বে এবং আনোয়ারা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ আবুল হাসান খোকা ও কর্ণফুলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ইসমাইল হাক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলার সাবেক আমীর মাস্টার মনসুর আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জোবায়ের আলম মানিক, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি ইমরান ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আজিম চৌধুরী, এলডিপির আনোয়ারা উপজেলা সভাপতি হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ