ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেন, “বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিলাম। এ নিয়ে এই আসনে বিএনপি থেকে আমি ছয়বার মনোনয়ন পেয়েছি। বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই, অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছি। যদি এমন পরিবেশ বজায় থাকে, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু ও শাহনেওয়াজ জামাল নিজাম।













