২১ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল, জামায়াত প্রার্থীর আপিল খারিজ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে ঋণখেলাপির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের আবেদন করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। শুনানিকালে উভয় পক্ষের আইনজীবীরা দীর্ঘ সময় ধরে যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

সব দিক বিবেচনা শেষে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। ফলে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী হিসেবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকল।

আরও পড়ুন