২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ২ জন

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আরও দুইজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী।

আদালতের নির্দেশে কামাল পাশা দলীয় প্রতীক আম ও মীর মোহাম্মদ রমজান আলী একতারা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) তাদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ২৭ মার্চ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে কামাল পাশা এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে জাল থাকার অভিযোগে মীর মো. রমজান আলীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। এর বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, হাইকোর্ট এনপিপি’র দলীয় প্রার্থী কামাল পাশা ও স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলীকে প্রতীক বরাদ্দসহ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদানের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এই দুইজনসহ এখন উপনির্বাচনে মোট প্রার্থী ৫ জন। অন্যরা হলেন- আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে ২৭ এপ্রিল। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে না। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন।

আরও পড়ুন