৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম-৮ উপনির্বাচন : পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান নির্বাচন স্থগিত করে ফের ভোট নেওয়ার দাবি করেছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, কেন্দ্রের সঙ্গে কথা বলে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে আলোচনা করে সময় নিচ্ছি। ১৭০টি কেন্দ্রের মধ্যে অলমোস্ট সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদের যেতে দেওয়া হচ্ছে না। এ সব কারণে ভোট স্থগিত করে ফের ভোটের আবেদন করছি।

প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আসনের ১৭০ কেন্দ্রের সবগুলোতেই ভোট হচ্ছে ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন