৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম-৯ আসনে নৌকার মাঝি হলেন নওফেল

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর বিপরীতে চট্টগ্রাম-৯ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল ইসলাম নৌকা প্রতীক বরাদ্দ দেন তাকে। এসময় প্রতীক নিয়ে হাস্যোজ্জ্বল মুখে নেতাকর্মীদের কাছে এসে নিরঙ্কুষ জয়ের আভাস দিলেন নওফেল। এসময় নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, নওফেল ভাইকে চট্টগ্রাম-৯ আসনের আপামর জনগণ সাদরে গ্রহণ করেছেন। এ আসনে নওফেল ভাইয়ের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। আমরা নওফেল ভাইর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ৭ তারিখ সারাদিন এ আসনের সর্বস্তরের ভোটাররা ব্যালট বিপ্লবের মাধ্যমে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করবে।

এদিকে নৌকা বরাদ্ধ পেয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণার প্রথম দিনে জনগণের কাছাকাছি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন নওফেল। প্রথম দিনে আন্দরকিল্লা রাজাপুকুর লেইনের সামনে থেকে গণসংযোগ শুরু হবে বলে জানান নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন তারা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে শেষ পর্যন্ত একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে।

আরও পড়ুন