২৫ অক্টোবর ২০২৫

চতুর্থ দিনে মুমিনুল-মিরাজ এগিয়ে নিল টাইগারদের

স্পোর্টস ডেস্ক »

মুমিনুলের হকের শতক আর লিটন দাশের অর্ধশতকের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের ২য় ইনিংসে ৮ উইকেটে ২২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

১৮২ বলে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ১১৫ রান। ইনিংসে দশটি ৪ হাঁকান তিনি। শ্যানন গ্যাব্রিয়েলের বলে কেমার রোচের হাতে ক্যাচ তুলে বিদায় নেন মুমিনুল।

মুনিনুল হক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০ম শতক হাঁকান । আর এই শতক হাঁকানোর পথে তিনি   পেছনে ফেলেছেন নয়টি সেঞ্চুরি করা তামিম ইকবালকে।

দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি আসে লিটন দাসের ব্যাট থেকে। ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১১২ বলে ৬৯ রান করে জোমেল ওয়ারিক্যানের শিকার হন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

নিজেদের ২য় ইনিংসে ৩৯৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে । কিন্তু মেহেদী মিরাজ এর ঘূর্ণিতে ৩ উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সফরকারী দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা। এতে বাংলাদেশ খেলায় ফেরে নতুন দমে।

চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১১০ । জিততে দরকার আরো ২৮৫ রান । আর এই সিরিজে এগিয়ে যেতে বাংলাদেশের দরকার ৭ উইকেট ।

বাংলাধারা/এফএস/এমএস

আরও পড়ুন