চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশে অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) রাতে উপজেলার দেওয়ানহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার তিনজন হলো- আসিফুল হক (২৩), আমির হোসেন (২৪) ও ইমরান (২২)। গ্রেফতাররা চন্দনাইশ উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দোহাজারী পৌরসভার পশ্চিম জামিরজুরি এলাকার সাতছড়ি খাল ব্রিজের উপর থেকে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। পরে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।













