চন্দনাইশ প্রতিনিধি »
চতুর্থ ধাপে চট্টগ্রামের চন্দনাইশের আরও ৬৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর।
বুধবার (২২ মার্চ) উপজেলার কাশেম মাহবুব বিদ্যালয়ের হল রুমে এক সভায় উপকারভোগীদের জমির কাগজপত্রসহ ঘরের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, স.প. কর্মকর্তা ডা. ফজলুল করিম প্রমুখ।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যেই সরকারি খাস জায়গার ওপর ভূমিহীনদের দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘরে দুটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। চতুর্থ পর্যায়ে ৬৫ পরিবারকে ঘর দেয়া হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকার ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।