চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তৃতীয় ধাপে ২টি পৌরসভা ও ৮ ইউনিয়নে আরও ৬৫ পরিবার ঈদ উপহার হিসেবে পেল নতুন ঘর। জমির কাগজপত্রসহ এসব ঘরের চাবি হস্তান্তর করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতারের সভাপতিত্বে কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রুমা ভট্টাচার্য্য, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি এম. কায়সার উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে আবদুল শুক্কুর, এস. এম সায়েম, আমিন আহমেদ চৌধুরী রোকন, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শাখাওয়াত হোসেন, দক্ষিণ জেলা মহিলা আ’লীগ নেতা সঞ্চিতা বড়ুয়া, ছাত্রলীগ নেতা কাফি চৌধুরী প্রমুখ।
উপকারভোগী মধ্যে বক্তব্য রাখেন শাহানা আকতার, ফেরদৌস হোসেন।
এসময় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না। এ লক্ষ্যেই সরকারি খাস জায়গার ওপর ভূমিহীনদের দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘরে দুটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকার ২ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।













