২৬ অক্টোবর ২০২৫

চন্দনাইশে ইউপি নির্বাচনে ৪ চেয়ারম্যানসহ ৩০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশে গতকাল রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ৪ চেয়ারম্যানসহ ৩০ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে প্রার্থীরা। শুরু হয়েছে ভোট উৎসব।

চন্দনাইশ ইউপি নির্বাচনে গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান পদে বরকল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, আবদুল আলীম, বৈলতলীতে মো. মঈন উদ্দীন, ধোপাছড়িতে আবু ইউসুফ চৌধুরী, সংরক্ষিত মহিলা সদস্য পদে কাঞ্চনাবাদে ৩নং ওয়ার্ডে রোকসানা আকতার, জোয়ারাতে ২নং ওয়ার্ডে সুলতানা ইয়াছমিন, হাশিমপুরে ১নং ওয়ার্ডে কহিনুর আকতার, ধোপাছড়িতে ৩নং ওয়ার্ডে ইসমত আরা বেগম, সাধারণ সদস্য পদে কাঞ্চনাবাদের ৭নং ওয়ার্ডের সাদেকুর রহমান, ৯নং ওয়ার্ডের জয়নাল আবেদীন, জোয়ারাতে ১নং ওয়ার্ডের যীশু বড়ুয়া, ২নং ওয়ার্ডের সুজিত কুমার বড়ুয়া, বরকলে ২নং ওয়ার্ডের মো. নাছির উদ্দীন, ৪নং ওয়ার্ডের মো. আরমান উদ্দীন, বরমাতে ১নং ওয়ার্ডের রিজুয়ান করিম, ৪নং ওয়ার্ডের মো. হোসেন, ৫নং ওয়ার্ডের দেবাশীষ ধর, ৯নং ওয়ার্ডের মিজানুর রহমান, বৈলতলীতে ৩নং ওয়ার্ডের মো. বশির উদ্দীন ভূঁইয়া, ৪নং ওয়ার্ডের উজ্জল তালুকদার, ৬নং ওয়ার্ডের বানু মিয়া, ৯নং ওয়ার্ডের মো. শাহিদুল ইসলাম, মো. জাকির হোসেন, হাশিমপুরে ১নং ওয়ার্ডের শফিকুর রহমান, ৮নং ওয়ার্ডের স্বপন কুমার নাথ, ধোপাছড়িতে ১নং ওয়ার্ডের মোস্তাক আহমদ, ৭নং ওয়ার্ডের আবদুর রহমান, ৮নং ওয়ার্ডের হেলাল উদ্দীন, মো. মোসলেম উদ্দীন, ৯নং ওয়ার্ডের মোমিনুল হকসহ ৩০ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

আজ সোমবার (২০ ডিসেম্বর) প্রার্থীগণ প্রতীক বরাদ্দ পেয়ে নিবার্চনী প্রচারণায় মাঠে নামেন।

আরও পড়ুন