চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশ উপজেলার চৌধুরী পাড়ার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে গাছবাড়ীয়া কলেজর ছাত্রলীগ নেতা জাহেদুল আলম সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ও রায়হান হোসেন সানি, সাগর চৌধুরী গুরুত্বর আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ, এলাকাবাসী ও সাধারণ ছাত্র/ছাত্রীরা। এসময় ঘণ্টাকালব্যাপী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।
বৃহস্পতবিার (১৯ মে) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সড়কে টায়ারে আগুন জালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ নেতা জাহেদুল আলমের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় প্রশাসনের প্রতি।
বিক্ষোভকারীরা বলেন, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিধায় আমরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সমাপ্তি করেছি। আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
উল্লেখ্য, গত ১৮ মে আনুমানিক রাত ৯ টার সময় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় প্রতিপক্ষের চুরির আঘাতে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার তিন কিশোর বেড়াতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়। এসময় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলমের ছেলে ছাত্রলীগ নেতা জাহিদুল আলমকে (১৮ মে) গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দুই জন আলমগীর হোসেনের ছেলে রায়হান হোসেন (২২), শাহেদুল ইসলামের ছেলে মো . সাগর (১৬) ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন, বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আসামিদের আটক করতে জোর প্রচেষ্টা চলছে। তারা আমাদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।













