২৫ অক্টোবর ২০২৫

চন্দনাইশে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাধারা ডেস্ক »

চন্দনাইশে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদণ্ডী মৌজার বড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী গণামধ্যমকে বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনও মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। চন্দনাইশ উপজেলায় কতিপয় অসাধু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছে, যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন