চট্টগ্রামের চন্দনাইশে চাঁদা না দেওয়ায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক দুবাই প্রবাসীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ মে) সকালে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দেলোয়ার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, দেলোয়ার ২০০১ সাল থেকে দুবাইয়ে প্রবাস জীবন কাটিয়ে দেড় মাস আগে দেশে ফেরেন। এরপর তিনি পারিবারিক বাড়িতে দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু করেন। এই নির্মাণকাজ শুরুর পর থেকেই একটি স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের।
আহতের ছোট ভাই রুবেল হোসেন বলেন, “আমাদের বাড়ির কাজ চলাকালীন একাধিকবার ফোনে এবং সরাসরি এসে চাঁদা দাবি করে কিছু লোক। আমরা তাদের ভিডিও করে রেখেছি এবং থানায় জিডি করেছি। আজ সকাল ১০টার দিকে তারা আমার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেছে। তার মাথা তেতলে গেছে, এখন সে অপারেশন থিয়েটারে আছে।”
তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে নাজিম, হাসানুজ্জামান শাওন, আবছার, নেজাম, শাকিল ও শাকিব নামে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি।
আহতের পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।