চট্টগ্রামের চন্দনাইশে ঘর নির্মাণকাজ চলাকালীন ছাদ থেকে নিচে পড়ে কাজী মো. আবদুল আলীম (৫৫) নামের এক নির্মাণ শ্রমিকে মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফ্রেবুয়ারি) চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড দুর্লভ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল আলীম চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া ৮নং ওয়ার্ড মৃত কাজী ফোরক আহমদের ছেলে।
স্থানীয় কাউন্সিলর লোকমান হাকিম জানান, ২৮ ফেব্রুয়ারি পৌরসভা দুর্লভ পাড়া নাজির আলীর দালান ঘরের নির্মাণ কাজ করার সময় দুপুরে জানালার কাজে নিরাপদে বসতে না পারায় দ্বিতীয় তলা থেকে নিচে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়েছে নির্মাণ শ্রমিক কাজী মো. আবদুল আলীম (৫৫)।
তিনি আরও বলেন, তাকে মূমূর্ষ অবস্থায় প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আলীম বিকাল ৩ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আবদুল আলীমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃত আব্দুল আলীমের লাশ গ্রামের বাড়িতে আসলে স্বজনদের আহাজারীতে আকাশ ভারি হয়ে ওঠে।













