চন্দনাইশ প্রতিনিধি »
চট্টগ্রামের চন্দনাইশে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করার অপরাধে দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পূর্ব এলাহাবাদস্থ মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারার ও মেসার্স শাহ আলী রজা (রহ.) ব্রিকস ম্যানুফেকচারারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উর্মি সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক ।
এ সময় পৃথক দুই মামলায় পূর্ব এলাহাবাদস্থ মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারারকে ১ লাখ টাকা ও মেসার্স শাহ আলী রজা (রহ.) ব্রিকস ম্যানুফেকচারারকে ১ লাখ টাকা করে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মুহাম্মদ সায়েক বলেছেন, পরিবেশ অধিদপ্তরের সহায়তায় নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপন করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৮(২) ধারায় পৃথক ২টি মামলায় দুই ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।












