২ নভেম্বর ২০২৫

চন্দনাইশে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. আরাফাতকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া, চন্দনাইশে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ও ৫ লিটার মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতবাড়িয়া নগর পাড়া সোনার বাপের বাড়িতে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৭০ হাজার টাকা, ৫ লিটার চোলাই মদ এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চন্দনাইশ চৌধুরী পাড়ার মৃত আমির আহমদের ছেলে মো. ওয়াশিম (৩৬) ও মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান (৩৫) কে আটক করে।

অপর এক অভিযানে ধর্ষণ মামলার আসামি মো. আরাফাতকে (১৯) আটক করা হয়। সে উপজেলার সাতবাড়িয়ার পূর্ব হাছনদণ্ডী এলাকার আবদুল সালামের ছেলে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশ।

আরও পড়ুন