চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশে জাতীয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চন্দনাইশ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, চন্দনাইশ প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মাটে কুজকাওয়াজ, কবুতর উডানোর, জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কার্যক্রম শুরু করে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপত্বিতে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাও, সোলাইমান ফারুকী, থানা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু।
এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।













