চন্দনাইশ প্রতিনিধি »
চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক ঘটনায় দুটি ট্রাক পড়ে গেছে। বুধবার দিবাগত রাতে লবণবাহী একটি ট্রাক এবং অপরদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ হাশিমপুর বড় পাড়া এলাকায় পৃথক এই দুই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী লবণবাহী ট্রাক ওই স্থানে আসলে কক্সবাজারগামী ট্রাক চট্টগ্রাম ট-১২-০৭১০ ও ১৫-৩২২০, কক্সবাজারগামী গাড়িকে ক্রস করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সড়ক প্রশস্ত না হওয়ায় ও সড়কে পাশে এক ফুটের অধিক শ্লোলডা নিচু হওয়ায় প্রতিনিয়ত এ দুর্ঘটনা ।
ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অধিকাংশ স্থানে মুখোমুখি দু’টি গাড়ি সংঘর্ষ এড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এই সড়কে দুটি গাড়ি মুখোমুখি ক্রস করার জায়গা নেই, সড়কের দু’পাশের শ্লোডার অস্বাভাবিক নিচু হওয়ায় এবং খানাখন্দ হওয়ায় প্রতিনিয়ত এ দুর্ঘটনা ঘটছে।
দোহাজারী হাইওয়ে থানার (ওসি) খান মো. এরফান বলেছেন, দু’টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।













