২৯ অক্টোবর ২০২৫

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশের অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এমরান হোসেন (২৪) এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া পৃথক অন্য এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর রাতে চন্দনাইশ থানার উত্তর গাছবাড়ীয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এমরান হোসেনকে আটক করা হয়। আটক এমরান টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইলি এলাকার মো. ছালামের ছেলে।

অপরদিকে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি মো. ইব্রাহিম ওরফে সোহেল ও মো. শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে।

আসামিদের বিধি মোতাবেক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে
জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

আরও পড়ুন